খেলাধুলা

৬০ বছরের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা

কানপুরের গ্রিন পার্ক, ভারতের ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলোর একটি। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এই স্টেডিয়াম। যেখানে হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট।

Advertisement

কানপুরের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। তাই এখানে টস জিতলে অধিনায়করা ব্যাটিং বেছে নিতেই পছন্দ করেন। ১৯৬৪ সালের পর থেকে এই রীতিই দেখা গেছে।

৬০ বছর পর রীতি ভাঙলেন রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং বেছে নিলেন ভারতীয় অধিনায়ক। তার এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই।

কানপুরে আজ থেকে শুরু টেস্টের আগের দিন বেশ বৃষ্টি হয়েছে। ভেজা আউটফিল্ডের কারণে টসেও বিলম্ব হয়। মেঘলা আকাশ এবং ভেজা মাঠে পেসাররা সাহায্য পান কিছুটা। সে কারণেই সম্ভবত রোহিতের এমন সিদ্ধান্ত।

Advertisement

এমএমআর/জিকেএস