রাজনীতি

চট্টগ্রামে ছাত্রদল নেতাকর্মীদের মারধরের অভিযোগ শিবিরের বিরুদ্ধে

চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের এক কর্মীকে মারধরের সূত্র ধরে হামলার এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের। এতে আহত হয়ে পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ও চকবাজার থানার ওসি জাহিদুল কবীর কিছু জানাতে পারেননি।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি জাগো নিউজকে বলেন, ‌‘আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজে গিয়েছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদলকর্মী আশরাফ উদ্দিন। এ সময় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে বেলা ৩টায় মারধরের বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের ১০ নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা গিয়ে হামলা চালান।’

Advertisement

তবে হামলাকারীদের কারও পরিচয় জানাতে পারেননি এই ছাত্রদল নেতা। তিনি বলেন, ‘ক্যাম্পাসে তো ওরাই থাকে। যারা হামলা করেছিল তাদের মধ্যে কয়েকজন বয়স্ক দাঁড়ি-টুপি ওয়ালা মানুষ ছিল।’

এদিকে ছাত্রদলের এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবিরের নেতারা। তাদের দাবি, কলেজ সংলগ্ন দেবপাহাড় এলাকার স্থানীয়দের সঙ্গে ছাত্রদলের সমস্যা হয়েছে।

সংগঠনটির চট্টগ্রাম নগর (উত্তর) কমিটির সাধারণ সম্পাদক তানজীর হোসেন বলেন, ‘কলেজে কোনো ছাত্র সংগঠনের কার্যক্রম নেই। বহিরাগত কিছু ব্যক্তি কলেজের বাইরে ঝামেলা করেছিল বলে খবর পেয়েছি। এর সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।’

এ বিষয়ে সাফরাশ নুরী সিজ্জি জাগো নিউজকে বলেন, ‘আশরাফ আহত হওয়া খবরে চকবাজার থেকে আমরা অনেকে কলেজে গিয়েছিলাম। যারা আহত হয়েছে তাদের মধ্যে চারজন কলেজের নিয়মিত শিক্ষার্থী, অপরজন বাইরের।’

Advertisement

এএজেড/জেএইচ