বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নোয়াখালীর সোনাইমুড়ীর মো. আসিফ (২৪) হত্যা মামলার অন্যতম আসামি ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সাজুকে (৫২) গ্রেফতার করেছে র্যাব।
Advertisement
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-১১।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করে নোয়াখালীর সোনাইমুড়ীর আসিফকে গুলি করে হত্যা করে দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ওই মামলায় জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।
Advertisement
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-১১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সাজুকে গ্রেফতার করে।
এএসপি শিহাব করিম আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
টিটি/জেএইচ
Advertisement