দেশজুড়ে

দাম ‘সহনীয় রাখতে’ ফরিদপুরে ইলিশের আড়তে অভিযান

ফরিদপুরে ইলিশ মাছের আড়তে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরিদপুর শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারে এ অভিযান চালানো হয়।

এসময় ইলিশের দাম বেশি রাখা, ক্রয় ভাউচার না থাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অপরাধে দাস ভান্ডার নামের একটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইলিশ মাছের আড়ত, পাইকারি ও খুচরা বেশকিছু দোকানে তদারকি করে সতর্ক করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ইলিশের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও ইলিশ নিয়ে কারসাজি বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

এন কে বি নয়ন/এসআর/জিকেএস