রাজধানীর বকশীবাজার মোড়ের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
Advertisement
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফা খাতুন বলেন, খবর পেয়ে বকশীবাজার মোড়ের ফুটপাত থেকে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনসড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর, হাসপাতালে মাদুই ভাতিজাকে পুড়িয়ে হত্যা, গ্রেফতার চাচাতিনি বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
এসআই মারুফা খাতুন আরও বলেন, সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত বৃদ্ধার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম