অর্থনীতি

রহিমা ফুড নিয়ে তদন্তে বিএসইসির কমিটি গঠন

রহিমা ফুডের শেয়ার সংখ্যা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Advertisement

কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক জিয়াউর রহমান, ডিএসইর ম্যানেজার মো. রকিবুল ইসলাম ও সিডিবিএলের এজিএম কাজী মিনহাজ উদ্দিন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হক সাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-

>> সিডিবিএলের তথ্য, ডিপিএ-৬ এর তথ্য ও শেয়ার রেজিস্টারে রক্ষিত তথ্যের সঙ্গে দাখিল করা তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয়।

Advertisement

>> কোম্পানির মোট ইস্যু করা শেয়ারের সঙ্গে আরটি-১৪ ও শেয়ার রেজিস্ট্রারের তথ্য যাচাই-বাছাই এবং কোম্পানির পরিশোধিত মূলধন, আরজেএসসিতে দাখিল করা প্রতিবেদন এবং সিডিবিএলের প্রকৃত তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয়।

>> কোম্পানি কর্তৃক রক্ষিত সাসপেন্স বিও অ্যাকাউন্টের হিসাব যাচাই-বাছাই।

>> পরিচালনা পর্ষদে মৃত ব্যক্তি/স্পন্সর ও অন্যান্য বোর্ড সদস্য কর্তৃক ধারণ করা শেয়ারের বর্তমান অবস্থা।

>> বিভিন্ন বিনিয়োগকারী কর্তৃক অভিযোগগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার বিষয়ে মতামত।

Advertisement

>> কোম্পানির কর্তৃক অতিরিক্ত/জাল/ভুয়া শেয়ার ডিমেট করার বিষয়ে বিস্তারিত বিবরণ।

>> অন্যান্য প্রাসঙ্গিক বিষয়।

এমএএস/এমএএইচ/জিকেএস