দেশজুড়ে

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দর

দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

Advertisement

উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

Advertisement

ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মাকসুদ খান।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এএসএম