সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গতকাল বুধবার থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আজও। আজ বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে ঝিরঝির বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
Advertisement
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে জানিয়েছেন, গতকালের মতো আজও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হবে, মেঘ জমা হয়ে আকাশ থমকে থাকবে। আজ সন্ধ্যার পর বৃষ্টি থেমে যেতে পারে।
আরও পড়ুন>> ঝোড়ো বৃষ্টি হতে পারে ১৬ অঞ্চলে, সমুদ্রবন্দরে সতর্ক সংকেততিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার। আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে।
এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে অফিসগামীদের ভোগান্তি বেড়েছে। এছাড়াও দুর্ভোগের শিকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রাস্তায় মানুষ ও গণপরিবহনে উপস্থিতি কম দেখা গেছে।
Advertisement
আরএএস/এসআইটি/এএসএম