জাতীয়

ড. ইউনূসকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের শুভেচ্ছা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

Advertisement

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সদরদপ্তরে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান। এ সময় উভয় নেতা কুশল বিনিময় করেন।

আরও পড়ুন সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চান ড. ইউনূস

এদিন অধ্যাপক ড. ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

Advertisement

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত একটি সংবর্ধনায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।

আইএইচআর/ইএ/এএসএম

Advertisement