গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই করে গেছেন বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজী। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি ও তার পরিবার-সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Advertisement
বুধবার রাজধানীর প্রেস ক্লাবে বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর নামাজে জানাজায় অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গণমাধ্যমের উন্নয়নে রুহুল আমিন গাজীর পরামর্শ প্রয়োজন ছিল কিন্তু তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার পরামর্শ থেকে বঞ্চিত হলাম।
উপদেষ্টা বলেন, গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য রুহুল আমিন গাজী যে লড়াই করে গেছেন আমরা সে পথ অনুসরণ করবো। সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবো। গণমাধ্যমকেও ফ্যাসিবাদমুক্ত রাখবো।
Advertisement
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ইমামতিতে জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসইউজে/এমএসএম