জাতীয়

চট্টগ্রামে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

চট্টগ্রাম অভিযান চালিয়ে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

এসময় দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- মো. শাহাদত হোসেন ও আব্দুল কাদের।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে হাতেনাতে দুজনকে আটক করা হয়। এসময় দুটি দোকান থেকে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ সংরক্ষণ আইনে মো. শাহাদত হোসেনকে ৫ হাজার টাকা ও আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার আরাফাত সিদ্দিকী।

Advertisement

এএজেড/এমআইএইচএস/জিকেএস