দেশজুড়ে

মানিকগঞ্জে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চত্বরে টিনশেড ঘর থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন টিনশেড ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুমিন জানান, স্থানীয়রা ককটেলসদৃশ বস্তুগুলো দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেগুলো নিরাপদে সরিয়ে নেয়।

পরবর্তীতে বিশেষজ্ঞ টিমের সঙ্গে আলাপ করে সেগুলো ধ্বংস করা হবে।

Advertisement

মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন টিনশেড ঘরের দায়িত্বে থাকা আকতার হোসেন জানান, গত ৫ আগস্টের পর থেকে এ ঘড়টি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যে ঘরটি খোলা হয়নি। কেউ বসেও না। দুপুরে উপজেলা সদর সংলগ্ন দাসকান্দি বয়ড়া গ্রামের আমিনুল ইসলাম বাবু আমাকে টিনশেড ঘরটি খুলে দিতে বললে খুলে দেই। এসময় কয়েকজন জানালা দিয়ে তাকালে টেবিলে রাখা ছয়টি ককটেল সদৃশ বস্তু দেখতে পায়।

স্থানীয় যুবদলকর্মী রকি খান জানান, নাশকতা কিম্বা আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এগুলো তৈরি করেছে। তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা দরকার।

বি.এম খোরশেদ/এএইচ/জিকেএস

Advertisement