জাতীয়

পচা সুপারি বাজারজাতের চেষ্টা, দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চাক্তাইয়ে অভিযান চালিয়ে পচা সুপারি বাজারজাতের চেষ্টার অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বুধবার (২৫ সেপ্টেম্বর) অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার। সঙ্গে ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেব নাথ।

সহকারী পরিচালক রানা দেব নাথ জানান, চাক্তাইয়ের সুপারির পাইকারি প্রতিষ্ঠান ‘মেসার্স সালাম স্টোর’-এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানটিতে অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করে পচা সুপারি বাজারজাতের প্রমাণ মিলেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার মিস্টিফুল নামের একটি বেকারিতে অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

এএজেড/এমএইচআর/জিকেএস