বাংলাদেশ গবাদি পশুর জাত উন্নয়নের মাধ্যমে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে হাঁটছে। ইতিমধ্যেই বিশ্বে মৎসচাষে চতুর্থ স্থান দখল করে নিয়েছে। অবিলম্বে মাংস উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে।মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বুধবার গাজীপুরের শ্রীপুরে আমেরিকান ডেইরি লি. (এডিএল) এর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. রহমত আলী, প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক হজরত আলী আখন্দ, আমেরিকান ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. হাসানুল এ. হাসান, সিইও ড. এ. এস আলীম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস, পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল প্রমুখ।পরে প্রতিমন্ত্রী বিকেলে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রাণিসম্পদ উন্নয়নে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ অজয় কুমার রায়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অখিল চন্দ। এতে জেলার পোলট্রি, ডেইরি, ফিডমিল, হ্যাচারি মালিকগণ উপস্থিত ছিলেন।মো. আমিনুল ইসলাম/বিএ
Advertisement