আইন-আদালত

আইনজীবীকে ‘৬ মাস গুম’, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছয় মাস গুম করে রাখার অভিযোগ এনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা।

Advertisement

বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন তিনি। এতে শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন ছাত্র আন্দোলন দমাতে পুলিশের পোশাকে হিন্দিভাষীরা গুলি চালান  শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা 

আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ ও র‍্যাবের ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় সদস্য।

আইনজীবী সোহেল রানা বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আমাকে উত্তরা থেকে র‌্যাব সদস্যরা তুলে নিয়ে ছয় মাস গুম করে রেখেছিল। গুম থাকা দিনগুলোতে আমাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়। ছয় মাস তিনদিন গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছি।

Advertisement

এফএইচ/কেএসআর/জিকেএস