দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে। দেশের ব্যাংকগুলোতে তিন মাসে কোটি টাকার বেশি জমা রাখা হিসাবের সংখ্যা বেড়েছে ২ হাজার ৮৯৪টি।
Advertisement
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন বলছে, চলতি বছর মার্চ প্রান্তিক শেষে ১ কোটি টাকার বেশি আমানত ছিল এমন ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০টি। জুন প্রান্তিক শেষে ১ কোটি টাকার বেশি ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি। সে হিসাবে তিন মাসে ১ কোটি টাকার বেশি আমানতের হিসাব (অ্যাকাউন্ট) বেড়েছে ২ হাজার ৮৯৪টি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিলেন মাত্র ৫ জন। ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়ে হয় ৯৮টি। এরপর বাড়তে থাকে কোটিপতি আমানতকারীর সংখ্যা। ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪টি, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি এবং ২০০৮ সালে ১৯ হাজার ১৬৩টি কোটি টাকার অ্যাকাউন্ট ছিল।
Advertisement
২০২০ সালের ডিসেম্বর শেষে কোটি টাকার অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়ায় ৯৩ হাজার ৮৯০টিতে। এরপর ২০২১ সালের ডিসেম্বর বেড়ে তা দাঁড়ায় ১ লাখ ১ হাজার ৯৭৬টিতে এবং ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সেই হিসাবের সংখ্যা ছিল এক লাখ ৯ হাজার ৯৪৬টি। আর সবশেষ মার্চ প্রান্তিকের চেয়ে জুন শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজারটিতে।
ইএআর/ইএ/জেআইএম