দেশজুড়ে

মেঘনায় বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ২৮

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহারচর নামক স্থানে কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় একটি ড্রেজার ও ৯টি বাল্কহেড জব্দ করা হয়।

Advertisement

অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। রাতে চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তিরা চাঁদপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহির জানান, আটক ব্যক্তিরা ফাঁড়ি হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

এর আগে ১০ সেপ্টেম্বর কোস্টগার্ড ও চাঁদপুর নৌ পুলিশের আরেকটি যৌথ অভিযানে বাল্কহেড ও ড্রেজারসহ ৩৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একই আইনে মামলা হয়।

শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম