জাতীয়

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেফতার

নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Advertisement

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারের বিষয়টি সকালে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। মামলায় সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হবে।

Advertisement

টিটি/জেএইচ/এএসএম