বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
Advertisement
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।আরও পড়ুন
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেনশোকবার্তায় উপদেষ্টা বলেন, রুহুল আমিন গাজী একজন সাহসী সাংবাদিক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি বিভিন্ন সময় অত্যাচারের শিকার হয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী সাংবাদিককে হারালো। তার চলে যাওয়া গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি।
আজ রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গাজী ইন্তেকাল করেন। সোমবার থেকে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
Advertisement
আইএইচআর/এএএইচ/এমএএইচ/