আইন-আদালত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার রিভিশন শুনানি বৃহস্পতিবার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা তদন্ত ডায়েরি (রেকর্ডপত্র ও সিডি) এবং তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্য নতুন করে গ্রহণ করা সংক্রান্ত দুটি আবেদন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন হাইকোর্ট।ব্যারিস্টার এহসানুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।  বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে বুধবার দুপুরে প্রথম দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়।  আদালতে খালেদার পক্ষে আইনজীবী ছিলেন- ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, রাগিফ রউফ চৌধুরী, এহসানুর রহমান ও সগীর হোসেন লিয়ন। এছাড়া রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত ডায়েরি (রেকর্ডপত্র ও সিডি) এবং তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্য নতুন করে গ্রহণ করা সংক্রান্ত দুটি আবেদন গত ১৭ এপ্রিল বিচারিক আদালতে খারিজ হয়ে যায়। তার পরদিন ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন তার আইনজীবীরা। এই মামলার কার্যক্রম ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে চলছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেছল দুদক। খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।এফএইচ/এনএফ/এবিএস

Advertisement