দেশজুড়ে

ভারতে রপ্তানির খবরে ইলিশের দাম বাড়লো কেজিতে ২০০-৩০০ টাকা

ভারতে ইলিশ রপ্তানির খবরে চাঁদপুরে পাইকারি ইলিশের বাজারে কেজিতে দাম বেড়েছে ২০০-৩০০ টাকা। এতে প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরেই থেকে যাচ্ছে সুস্বাদু এই মাছ।

Advertisement

মৌসুমজুড়েই চাঁদপুরে ইলিশের বাজার চড়া। তবে উর্ধ্বমুখী ইলিশের দামের পালে হাওয়া লেগেছে ভারতে রপ্তানির ঘোষণায়। ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির ঘোষণার পর দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় মস্টেশন মাছঘাটে বেড়ে যায় দাম।

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘ইলিশের মৌসুম প্রায় শেষের পথে। বাজারে ইলিশ কম। এই মৌসুমের আর যে কদিন আছে, ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। ভারতে ইলিশ রপ্তানির খবরে দাম আরও বেড়ে গেছে। বর্তমানে এককেজি ওজনের ইলিশ ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ছিল ১৪০০-১৬০০ টাকা পর্যন্ত।’

নরসিংদী থেকে ইলিশ কিনতে আসা আবদুল হাফেজ বলেন, ‘এতদূর থেকে ইলিশ কিনতে চাঁদপুর এসেছি অথচ এখানকার চিত্রই ভিন্ন। অনলাইনে দেখি একদাম আর এখানে দেখি আরেক দাম। দু-দিনের ব্যবধানে দাম বেড়েছে ২০০-৩০০ টাকা। মাছ ঘাটে এসে ইলিশের দাম শুনে মাথা ঘুরাচ্ছে। দূর থেকে এসেছি, তাই অল্প হলেও নিয়ে যেতে হবে।’

Advertisement

তবে মাছ সংকটের কারণে দাম আগে থেকেই বাড়তি ছিল বলে জানান চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবে বরাত সরকার।

তিনি বলেন, ভারতে রপ্তানি শুরু হওয়ায় কেজিতে দাম আরও ১০০-২০০ টাকা বেড়েছে। সরবরাহ না বাড়লে চলতি বছর ইলিশের দাম কমার আর সম্ভাবনা নেই বললেই চলে।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির এই নেতা আরও বলেন, আগে এই সময়ে সরবরাহ হতো ৮০০ থেকে ১২০০ মণ। অথচ এখন সরবরাহ হচ্ছে ৫০০ থেকে ৬০০ মণ। যে কারণে দাম কমছে না।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

Advertisement