দেশজুড়ে

রেলক্রসিংয়ে উঠে থেমে গেলো ট্রাক, পরে ট্রেনের ধাক্কা

জয়পুরহাটে রেলক্রসিং পারাপারের সময় থেমে যাওয়া একটি ট্রাকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

Advertisement

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের পুরানাপৈল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রাকে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবির দিক থেকে আসা পানিকচু বোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের ওপর উঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনও চলে আসে। পরে ট্রাকের চালকসহ লোকজন লাফিয়ে সেখান থেকে চলে যান। ট্রেনটি ট্রাকের ইঞ্জিনে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়।

পুরানাপৈল রেলগেট ম্যান ইমরান হোসেন দুপুরে জাগো নিউজকে বলেন, ট্রাকটি রেলক্রসিংয়ে এসে বন্ধ হয়ে যায়। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। এরপর রেলক্রসিয়ের আইল্যান্ড অর্ধেক ফেলানো গেছে। বাকি অর্ধেক ফেলা যায়নি। তারপর লাল পতাকা নিয়ে ১০০ গজ সামনে যাই। একপর্যায়ে ট্রেনটি ধীরে ধীরে থেমে যায়।

Advertisement

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ১০-১৫ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাট স্টেশনে পৌঁছে।

আল মামুন/এসআর/এমএস