বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের মতো আর্থিক সুযোগ-সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
Advertisement
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জনপ্রশাসন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. রায়হান আলম।
Advertisement
এ বিষয়ে রিটকারী আইনজীবী রায়হান আলম সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না, নিহতদের পরিবারকে কেন পুর্নবাসন করা হবে না, সব আহত ও গ্রেফতারদের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের দেওয়া মাসিক সুবিধার সমপরিমাণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
শিগগির জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা; গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে এ রিট করেন চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীন।
এফএইচ/এমআইএইচএস/এমএস
Advertisement