জাতীয়

মহাখালীতে নেশার টাকা না পেয়ে বড় ভাইকে খুন

রাজধানীর মহাখালীতে ওয়ারলেস গেটসংলগ্ন বন্ধু রেস্টুরেন্ট থেকে মো. মশিউর রহমান ভূঁইয়া (৫২) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছোট ভাই ওই ব্যক্তিকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে। এতে তার মৃত্যু হয়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা বলেন, হোটেল কর্মচারী আল আমিনের মাধ্যমে জানতে পারি- মশিউর রহমানের ছোট ভাই ফরিদ উদ্দিন ভূঁইয়া (বাবু) মাদকাসক্ত ছিলেন। বড় ভাইয়ের কাছে নেশার টাকা না পেয়ে ফরিদ উদ্দিন ভারী জাতীয় লোহার বস্তু দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত ফরিদ উদ্দিন ভূঁইয়াকে আটক করা হয়েছে।

Advertisement

কাজী আল আমিন/এসআইটি/এমএস