‘আমরা পচা শামুকে পা কেটেছি’ বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি বলেছেন, ‘ধ্বংসের ছাই থেকে ফিনিক্স পাখি হয়ে উঠা দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির শিকড় অনেক গভীরে, আপনাদের লম্বা হাতও ঐ পর্যন্ত যাবে না।’
Advertisement
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই মন্তব্য করেন খোকন।
আশরাফুল আলম খোকন লেখেন, ‘আমরা পচা শামুকে পা কেটেছি। আর পচা শামুকে পা কাটলে পা ক্ষতিগ্রস্ত হয়, পচা শামুক পঁচাই থেকে যায়। আনন্দে এতো গদ গদ হবার কিছু নাই। এখানে আপনাদের কৃতিত্ব ও বীরত্বের চেয়ে আওয়ামী লীগের দায় বেশি।’
‘আমাদের কিছু ভুল আপনাদের সাময়িক সফল করেছে, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে’ উল্লেখ করে খোকন লেখেন, ‘এই সাময়িক সফলতার সুযোগে দেশে কিছু লোক এমনভাবে কথা বলেন, মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছেন।’
Advertisement
‘আওয়ামী লীগ, শেখ হাসিনা এইসব নিয়ে এতো তুচ্ছ তাচ্ছিল্য করেন, এতে ওনাদের অজ্ঞতা ও অপরপক্কতাই প্রকাশ পায়। মনে হচ্ছে, আত্মতৃপ্তি ও আত্মবিশ্বাস একটু বেশিই আপনাদের।’
সাবেক এই উপ-প্রেস সচিব লেখেন, ‘ভুলে যাইয়েন না, ধ্বংসের ছাই থেকে ফিনিক্স পাখি হয়ে উঠা দল বাংলাদেশ আওয়ামী লীগ। যত মনে রাখবেন, তত আপনাদের জন্য ভালো। দলটির শিকড় অনেক গভীরে, আপনাদের লম্বা হাতও ঐ পর্যন্ত যাবে না।’
তার এই ফেসবুক পোস্টে মন্তব্য করে যমুনা টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম লেখেন, ‘আটশোর বেশি মানুষকে গুলি করে হত্যার দায় কে নেবে ভাই? ফিনিক্স পাখি?
জবাবে আশরাফুল আলম খোকন লেখেন, ‘আটশো? তালিকা হইছে কিনা জানিনা। আমার কাছে আটশো হোক আর আট জন হোক, বিচার বহির্ভূত হত্যা হত্যাই। সরকার আওয়ামী লীগের, সুতরাং দায়টাও আওয়ামী লীগেরই। ঐ যে ৭.৬২ গুলি… ঐটাও তদন্তে আনা উচিত, সুষ্ঠ তদন্ত চাইলে। আর ৫ আগষ্ট থেকে কত হত্যা হয়েছে? ঐটার দায়ও নিতে হবে। কে নিবে সেটাই বিষয়।’
Advertisement
স্কুল জীবন থেকে শুরু করে ছাত্রজীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন আশরাফুল আলম খোকন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী খোকন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।
২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেসসচিব পদে যোগদানের আগে আশরাফুল আলম খোকন চ্যানেল আইয়ের নর্থ আমেরিকার প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনি ৬ বছর কাজ করেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে খোকন উচ্চশিক্ষার জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের পদ থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্র পাড়ি জমান।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২০ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খোকনের বিরুদ্ধে অভিযোগ হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব থাকাকালীন আওয়ামী লীগে পদ বাণিজ্য করেছেন তিনি। এছাড়া তিনি সোনা ও মুদ্রা চোরাচালানের সিন্ডিকেটে জড়িত ছিলেন। ম্যাক্স গ্রুপ ও নগদের মতো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জন করেছেন। নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
যদিও তিনি সেই সব অভিযোগ অস্বীকার করেছেন।
এমএমএআর/জেআইএম