দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এক গণসমাবেশে তিনি এ দাবি করেন।
Advertisement
সৈয়দ ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিল না। সরকারের মন্ত্রী-এমপিরা জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থপাচারের মাধ্যমেই তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। বিগত সরকার যে পরিমাণ অত্যাচার করেছে তা এদেশের মানুষ ভুলতে পারবে না। সরকারে থাকা পলাতকদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাতে হবে। সেই সাথে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা দিতে হবে।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে নায়েবে আমির বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলে জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, আমাদের নারীরা অবাধে ধর্ষণ হবে না এবং অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার সম্ভব হবে না।
ইসলামী আন্দোলনের ফরিদপুর জেলার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ ওয়ালিউর রহমান রাসেল, শাহ মো. জামাল উদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলার সভাপতি খন্দকার ওয়াহিদুজ্জামান প্রমুখ।
Advertisement
এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম