জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের চিহ্নিত করে গঠনমূলক সরকারি মামলা নিশ্চিত করাসহ তিনদফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
Advertisement
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন অবরোধ করেন তারা।
এরআগে, প্রথমে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার সংলগ্ন সড়কে ‘জুলাই গণহত্যার বিচার নিশ্চিত পরিষদ’র ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা সেখান থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারে শহীদ হওয়া শ্রাবণ গাজী ও শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবাও কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো আগামী সাত দিনের মধ্যে সারাদেশের খুনি-দোসরদের গ্রেফতার নিশ্চিত করা এবং তিন মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার নিশ্চিত করা।
Advertisement
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকার গঠনের দেড় মাস পার হওয়ার পরও জুলাইয়ে সারাদেশে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যা আমাদের ও বর্তমান সরকারের জন্য লজ্জার। এমনকি সারাদেশের মুক্তিকামী জনগণের জন্য লজ্জার। তাই জুলাই গণহত্যায় জড়িতদের অনতিবিলম্বে বিচার করতে হবে।’
জড়িতদের বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, ‘জুলাই গণহত্যায় জড়িত খুনি ও দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যারা আমার ভাই-বোনদের হত্যা করেছে তাদের বিচারের ক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। অতিদ্রুত খুনিদের বিচার নিশ্চিত না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’
সমাবেশে শহীদ আলিফের বাবা বুলবুল কবির বলেন, ‘আমার সন্তানেরা দেশের জন্য শহীদ হওয়ার দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ এদের কাউকেই এখনো আইনের আওতায় আনা হয়নি। বিশেষ করে সাভার এলাকায় একজনকেও ধরা হয়নি। ছেলে হারিয়েছি এক দুঃখ, আরেক দুঃখ হলো আমাদের এখনো হুমকি-ধমকি দিচ্ছে। এসবের সুষ্ঠু বিচার চাই।’
শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী আহাজারি করে বলেন, ‘সরকার গঠনের অনেকদিন পেরিয়ে গেলেও আমার মতো ছেলে হারানো বাবা-মায়েরা তাদের সন্তানদের হত্যার বিচার পাচ্ছেন না। অবিলম্বে খুনিদের বিচার নিশ্চিতের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
Advertisement
এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের গ্রেফতারের দৃশ্যমান অগ্রগতির আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন তারা।
সৈকত ইসলাম/এসআর/এমএস