সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক এমপি জাহিদ ফারুকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
Advertisement
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল আমীন এই আদেশ দেন।
এরআগে ঢাকায় বারিধারার নিজ বাসভবন থেকে রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন জাহিদ ফারুক। পরে ভোর সাড়ে ৫টার দিকে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এবং পরে নিরাপত্তার জন্য কারাগারে আনা হয়। সন্ধ্যা ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে বরিশাল সিএমএম আদালতের এজলাসে তোলা হয়।
গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান আসামি করে গত ২৩ আগস্ট কোতোয়ালি থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৬০০-৭০০ জনকে আসামি করা হয়।
Advertisement
শাওন খান/এসআর/এমএস