জাতীয়

বসুন্ধরা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ফয়সাল (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে ঢামেকে নিয়ে আসা ঠিকাদার সালাউদ্দিন জানান, বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে নির্মাণাধীন বহুতল ভবনের চারতলায় কাজ করছিলেন ফয়সাল। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামকে আনা হয়। রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ফয়সাল ভোলার লালমোহন থানা এলাকার মোহাম্মদ আংকুর আলীর সন্তান। তিনি নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/এমএস