রাজনীতি

ওসমান ফারুকের বিরুদ্ধে আনা অভিযোগ হাস্যকর : ফখরুল

সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ আনা হয়েছে তা হাস্যকর বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।চিকিৎসা শেষে বুধবার বিকেলে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে এবং কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।এসময় ফখরুলের সঙ্গে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। একই ফ্লাইটে তারা ঢাকা অবতরণ করেন। বিএনপি মহাসচিব ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও দেশে ফেরেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুলের সঙ্গে ছিলেন স্ত্রী নার্গিস ইসলাম ও ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিত। দলের দুই নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল ফখরুল ব্যাংকক যান। সেখানে ব্রামরুনগ্রাড হসপিটালে তিনি চিকিৎসা নেন। তার ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সুপ্রিমকোর্ট তার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে গত বছরের জুলাই মাসে তাকে জামিন দেন।এমএম/এসকেডি/এবিএস

Advertisement