তথ্যপ্রযুক্তি

বৃষ্টিতে ফোন ভিজে গেলে যেসব কাজ ভুলেও করবেন না

ঘর থেকে রোদ দেখে বের হলেও বাইরে শ্রাবণের বৃষ্টির মধ্যে পড়তে হচ্ছে যখন তখন। সঙ্গে ছাতা না থাকায় ভিজে একাকার অবস্থা। এতে ভিজে যায় সঙ্গে থাকা স্মার্টফোন।

Advertisement

আজকাল বেশিরভাগ ফোন ওয়াটার রেসিস্ট্যান্ট থাকে। আবার ওয়াটার প্রুফ কিছু ফোন কাভারও পাওয়া যায় বাজারে। তবে আপনার যদি এসব সুবিধার কোনোটিই না থাকে এবং হঠাৎ ফোন বৃষ্টিতে ভিজে যায় তাহলে দ্রুত কয়েকটি কাজ করতে। এতে আপনার সাধের স্মার্টফোন নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে পারে।

তবে হঠাৎ ফোন বৃষ্টিতে ভিজে যায় তাহলে কয়েকটি কাজ একেবারেই করবেন না। সেগুলো কী জেনে নিন- আরও পড়ুনগরমে স্মার্টফোন বিস্ফোরণ ঠেকাতে যা করতে পারেন

>> ফোন অন করবেন না। এতে ফোনে শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে।

>> ফোন ঝাঁকাবেন না একেবারেই। অনেকেই ফোনের পানি বের করতে ফোনটিকে ঝাঁকাতে থাকেন। কিন্তু এতে হিতের বিপরীত হতে পারে। ফোনের ভেতরে আরও পানি ছড়িয়ে পড়তে পারে।

Advertisement

>> অনেকে হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকাতে চান। এতে ফোন গরম হতে পারে এবং ফোনের ক্ষতিও হতে পারে।

>> ভুলেও ফোন চার্জে বসাবেন না। এই কারণে শর্ট সার্কিটের ঝুঁকি রয়েছে।

দ্রুত যেসব কাজ করবেন-

>> যত দ্রুত সম্ভব ফোনের সুইচ অফ করুন। প্রথমে ফোনের সুইচ অফ করে সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে ফেলতে হবে।

>> নরম কাপড় দিয়ে ফোন মুছে নিন।

Advertisement

>> ফোনটি শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখতে হবে। কেউ চাইলে এক বাটি চালের মধ্যেও ফোন রাখতে পারে। এতে চাল আর্দ্রতা শুষে নেবে। ফোনটিকে কমপক্ষে ২৪ ঘণ্টা শুকাতে দিতে হবে।

আরও পড়ুননতুন ফোন কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়েফোনের ডাটা দ্রুত ফুরিয়ে যাওয়া আটকাবেন যেভাবে

সূত্র: মেইল ডটকম, ইউএসএ টুডে

কেএসকে/জেআইএম