জাতীয়

‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় ঝলসে দেওয়া হলো কিশোরীকে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ শব্দটি। এটিকে ঘিরে মজার ছলে বিভিন্ন কনটেন্টও তৈরি হচ্ছে।

Advertisement

তবে এবার চট্টগ্রামে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলে মশকরা করায় পপি আকতার (১৩) নামের এক কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জুঁইদণ্ডি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াইজারো বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানাজানি হয়।

ভিকটিম পপি আকতারের মামা মো. আজিজ জানান, ছোট বেলায় পপির বাবা মহি উদ্দীন ও মা বেবী আকতার মারা যান। এরপর থেকে সে নানার বাড়িতে থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে পপি সহপাঠীদের সঙ্গে নানা বাড়ির উঠানে খেলছিলো। এ সময় এয়ার মোহাম্মদ (৬৫) নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু-কিশোরদের সবাই ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ করে দুষ্টুমি শুরু করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হলেও শিশু-কিশোরদের কিছু না বলে ঘরে ঢুকে যান।

Advertisement

কিছুক্ষন পর এয়ার মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুন (৬০) গরম পানি নিয়ে উঠানে আসেন। একপর্যায়ে কিশোরী পপি আকতারের মাথায় গরম পানি ঢেলে দেন। এতে পপি আক্তার চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে। এলাকার লোকজন পপিকে প্রথমে বাড়ির পুকুরের পানিতে ভিজিয়ে আনোয়ারা হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর থেকে ওই বৃদ্ধা পলাতক বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন।

এমডিআইএইচ/এসআইটি/জিকেএস

Advertisement