প্রশাসনের আশ্বাসে রাঙ্গামাটিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
Advertisement
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পরিবহন শ্রমিকদের দাবি ও তাদের ক্ষয়ক্ষতির কথা শোনেন এবং সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।
সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. এরশাদ হোসেন, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. আলী বাবর, জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।
গত শুক্রবার রাঙ্গামাটিতে সংগঠিত সংঘর্ষে বেশ কিছু অটোরিকশা, বাস ও ট্রাক ভাঙচুর করা হয়। এসময় পরিবহন শ্রমিকরা আহত হন। পরে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদে শ্রমিকদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
Advertisement
সাইফুল উদ্দীন/জেডএইচ/জিকেএস