দেশজুড়ে

যৌতুকের দাবিতে মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা

যশোরের বাঘারপাড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারপিটের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত জান্নাতী খাতুন (২৫) বাঘারপাড়ার গরীবপুর গ্রামের পূর্বপাড়ার আব্দুর রহিমের স্ত্রী ও একই উপজেলার জয়নগর গ্রামের বজলুর রহমানের মেয়ে। মঙ্গলবার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গৃহবধূর মৃত্যু হয়। বুধবার দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জান্নাতীর ভগ্নিপতি যশোর সদরের ঝুমঝুমপুরের বাসিন্দা মোহাম্মদ ইসলাম হাসপাতাল চত্বরে সাংবাদিকদের জানান, যৌতুক দাবিতে বিভিন্ন সময় জান্নাতী খাতুনকে তার স্বামী আব্দুর রহিম মারপিট করতেন। সর্বশেষ রহিম মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা চায়। ধার দেনা করে জান্নাতীর বাবা বজলুর রহমান দুই লাখ টাকাও দেন। কিন্তু রহিমের বক্তব্য মালয়েশিয়া যেতে পাঁচ লাখ টাকা প্রয়োজন। তাই আরো টাকা দাবি ছিল তার। এ অবস্থায় পিত্রালয় থেকে টাকা আনতে পারবে না বললে জান্নাতীর উপর নির্যাতন করা হয়। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয়া হয়। প্রতিবেশিরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে রাতে তিনি মারা যান। জান্নাতীর বাবা বজলুর রহমান জানান, মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মারপিটের পর মুখে বিষ ঢেলে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।হাসপাতালে দায়িত্বরত এসআই শিহাবুর রহমান জানান, গৃহবধূর স্বজনরা দাবি করছেন মারপিটের পর তার মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। এজন্য মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা না আত্মহত্যা সেটা নিশ্চিত হওয়া যাবে।মিলন রহমান/এআরএ/এবিএস

Advertisement