দেশজুড়ে

রাজশাহীতে ডেঙ্গুতে তরুণীর মৃত্যু, আক্রান্ত ১৯

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিলা খাতুন (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

Advertisement

চলতি মৌসুমে রাজশাহীতে ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যু। বর্তমানে আরও ১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি। ডেঙ্গুতে প্রাণ হারানো শাকিলা খাতুনের বাড়ি বাগমারা উপজেলায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শংকর কে বিশ্বাস জানান, ১৬ সেপ্টেম্বর জ্বরসহ বেশকিছু শারীরিক উপসর্গ নিয়ে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস

Advertisement