দেশজুড়ে

মারা গেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

তার বয়স হয়েছিল ৬৯ বছর ৯ মাস। এ তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী এস এম নুরুল্লাহ ইমন।

তিনি জানান, গত শুক্রবার তাকে ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করার পর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসা চলছিল তার। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: 

Advertisement

মুহিব ‘রাতের ভোটে’ এমপি হয়েছেন বললেন সাবেক প্রতিমন্ত্রী

তবে তাকে কখন কোথায় নিয়ে আসা হবে কিংবা কোথায় তাকে দাফন করা হবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

মাহবুবুর রহমান তালুকদার আওয়ামী লীগের রাজনীতিবিদ। দলীয় প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/জেআইএম

Advertisement