স্বাস্থ্য

বৈষম্য নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসকদের বিক্ষোভ

বৈষম্য নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

Advertisement

সংগঠনের নেতারা জানান, বৈষম্য দূর করার জন্য বিপ্লব হলেও এখনো চিকিৎসকরা বৈষম্যের শিকার।

এনডিএফের একাডেমিক সেক্রেটারি ডা. এস শরীফ বলেন, যেসব স্বাস্থ্য প্রশাসক গণঅভ্যুত্থানের চেতনা লালন করেন না, তারা বিপ্লবকে বিতর্কিত করছেন। এ সময় গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা খুঁজে নেওয়ার নেওয়ার আহ্বান জানান তারা।

সংগঠনের লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা. আব্দুল কাদের নোমান বলেন, পদায়নের জন্য অনেক চিকিৎসকের দেড় মাস আগে ফাইলবদ্ধ হলেও বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত চিকিৎসকদের পদোন্নতির ফাইল ঝুলে আছে। গত ১৫ বছর ধরে যারা বৈষম্যের শিকার তারা এখনো বৈষম্যের শিকার হবে, এটা হতে পারে না।

Advertisement

বৈষম্যের শিকার ডিজিকে ভালোবাসেন জানিয়ে নেতারা প্রত্যাশা করেন ডিজি তাদের ভালোবাসার মূল্য দেবেন। কার্যকর কোনো উদ্যোগ নেওয়া না হলে দাবি আদায়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন এনডিএফ নেতারা।

এএএম/ইএ/জিকেএস