আইন-আদালত

৬ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে গুম-নির্যাতনের অভিযোগ

গুম, নির্যাতন ও প্রতিহিংসামূলক মাদক এবং প্রতারণার মিথ্যা মামলায় আটকের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছয় র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এক চিকিৎসক।

Advertisement

২০২১ সালে তৎকালীন র‌্যাব কার্যালয়ে কর্মরত ছিলেন তারা। তাদের ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ডা. ইশিতা।

আরও পড়ুন:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার, যা বলছেন আইনজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ এবার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা

রোববার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে এই অভিযোগ দায়ের করেন তিনি।

Advertisement

র‌্যাবের স্কোয়াড্রন লিডার আলী আশরাফ, আইটি স্পেশালিস্ট রাকীব, এডিশনাল এসপি মো. আক্তারুজ্জামানসহ ছয় জন। তৎকালীন সময়ের ওইসব র‌্যাব অফিসারদের ডা. ইশরাত রফিক ঈশিতার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ কানিজ ফাতেমা।

এফএইচ/এসএনআর/এমআইএইচএস/জেআইএম