রাজনীতি

সাংগঠনিক পদ বাড়ছে আওয়ামী লীগের

সাংগঠনিক পদ বাড়ানোসহ বেশ কিছু পরিবর্তন আওয়ামী লীগের গঠনতন্ত্রে আসছে বলে জানিয়েছেন কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক ড. অাব্দুর রাজ্জাক।বুধবার দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি ।গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবিত খসড়া আগামী ১৫ জুন উপস্থাপন করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিভাগের সংখ্যা বাড়ছে। সঙ্গত কারণে বিভাগ ভিত্তিক একজন করে সাংগঠনিক সম্পাদক থাকার কারণে এ পদের সংখ্যাও বাড়বে, যা অনেকটাই নিশ্চিত।গঠনতন্ত্রের বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ড. অাব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগের প্রতিটি কাউন্সিলই গুরুত্বপূর্ণ। কাউন্সিলের মধ্য দিয়েই দলের গঠনতন্ত্রের গুরুত্বপূর্ণ পরিতবর্তন এসেছে। আসন্ন ২০তম কাউন্সিলও বিশেষ গুরুত্বপূর্ণ। সভাপতিমণ্ডলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদের সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে। অাগামী ১৫ জুনের মধ্য গঠনতন্ত্র উপ-কমিটির প্রস্তাবিত খসড়া পার্লামেন্টারি বোর্ডের কাছে উপস্থাপন করা হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী সম্মেলনে কাউন্সিলররাই গঠনতন্ত্র সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টিও আসন্ন কাউন্সিলে সংশোধিত গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত হবে বলে উল্লেখ করেন উপ-কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট অাফজাল হোসেন।এসময় দলটির অান্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল অালম হানিফ, দফতর সম্পাদক অাব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, নির্বাহী সদস্য সুজিত নায় নন্দী,  সাংসদ ফজলে নূর তাপস, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।এএসএস/এসকেডি/এবিএস

Advertisement