জাতীয়

মিরপুরে ৪০০ অটোরিকশা ডাম্পিং-ব্যাটারি জব্দ

রাজধানীর প্রধান সড়কগুলোসহ সব রাস্তায়ই বিনা বাধায় চলছে ব্যাটারিচালিত রিকশাসহ নিষিদ্ধ যানবাহন। এতে পথের বিশৃঙ্খলা বাড়িয়েছে বহুগুণ। তেমনি বেড়েছে যানজটের ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা পথের জটলায় নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।

Advertisement

তবে সম্প্রতি ঢাকা শহরের মূল সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এরই অংশ হিসেবে ডিএমপির মিরপুর বিভাগ এলাকায় চার শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এসব অটোরিকশা ডাম্পিং ও ব্যাটারি জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগ অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। শনিবার ভোর সাড়ে ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের ১৫টি পয়েন্টে চেকপোস্টের মাধ্যমে এই অভিযান চালানো হয়। অভিযানে চার শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ডাম্পিং ও ব্যাটারি জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Advertisement

টিটি/এসআর