জাতীয়

মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

নদীভাঙন থেকে কোম্পানীগঞ্জকে রক্ষা ও দ্রুত মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ কোম্পানীগঞ্জবাসীসহ নোয়াখালীর সর্বস্তরের লোকজন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার আয়োজনে এ মানববন্ধন হয়।

Advertisement

সমিতির সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

এসময় সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির আইন বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ আল মামুন বলেন, গত ২৬ আগস্ট নোয়াখালীর কোম্পানীগঞ্জের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর এতে করে কোম্পানীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নসহ ফেনীর সোনাগাজীর ৩টি ইউনিয়ন ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ে। প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছে। যার ফলে ক্লোজার/টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা অতিশিগগির কার্যকরী পদক্ষেপ কামনা করছি। ১৪৩ কোটির ক্লোজার-ব্রিজ ভেঙে যাওয়ার পেছনে কি শুধুই বন্যার পানি, নাকি আরও কিছু আছে তাও খতিয়ে দেখতে হবে।

অন্য বক্তারা বলেন, মুছাপুর ক্লোজার নোয়াখালীর জন্য রক্ষা কবজ হলেও এরই মধ্যে তা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও রূপ নিয়েছিল। জনশ্রুতিতে এর আরেক নাম ‘মিনি কক্সবাজার’। দূরদূরান্তের অসংখ্য মানুষের এখানে আগমনের কারণে বর্তমানে এর বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। সব বিবেচনায় নিয়ে দ্রুত বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হোক।

Advertisement

মানববন্ধনে কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতিসহ বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমবায় সমিতি, নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ ছাত্র পরিষদ নোয়াখালী, চর এলাহী সচেতন নাগরিক কমিটি, চর এলাহী প্রবাসী ইউনিট, হিউম্যান ফি সার্ভিস সেন্টারের সদস্যরা উপস্থিত ছিল।

আরএএস/এমআইএইচএস/জেআইএম