২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফসল হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। দীর্ঘ দেড় দশকের আন্দোলনের ফলে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সফল গণঅভ্যুত্থানে পূর্ণতা পায়। বিগত দেড় দশক দেশে গণতন্ত্রের মোড়কে একটি নিপীড়নমূলক শাসন ব্যবস্থা চালু ছিল। কোনো কোনো অ্যাকাডেমিকের মতে এ শাসন ব্যবস্থা মূল এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে।
Advertisement
শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি (সিপিএএ) আয়োজিত আগামীর বাংলাদেশ জনগণের ক্ষমতায়ন ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ক নাগরিক ভাবনায় বক্তারা এসব কথা বলেন।
ব্ক্তারা বলেন, সমাজ থেকেই পরিবর্তন আনতে হবে। সংস্কার করতে হবে। সমাজ বদলালে রাষ্ট্র বদলাবে। সমাজের সবার কথা শুনতে হবে। রাষ্ট্রকেই দেশের প্রতিটি জনগণকে নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একসঙ্গে চলার কর্মপন্থা তৈরি করতে হবে।
তারা আরও বলেন, দেশের শাসন ব্যবস্থার সংকট ঐতিহাসিক হলেও বিগত দেড় দশকের শাসন ব্যবস্থার প্রকৃতি ও রাজনৈতিক ব্যবহার পূর্বাপর শাসন ব্যবস্থা থেকে একেবারেই ব্যতিক্রম ছিল। রাষ্ট্র এত সর্বাত্মকভাবে নিপীড়ক হয়েছিল যে এর তুলনা বিরল। রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের এত নির্মম ভঙ্গুরতা আর কখনোই এত স্পষ্টভাবে প্রতিভাত হয়নি। নিপীড়ক শাসন ব্যবস্থায় কৃষক-শ্রমিক-জেলে-কুমার থেকে শুরু করে শ্রমিক-দিনমজুর-কুলি, মধ্যবিত্ত, উচ্চ বিত্ত, রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই নির্যাতনের মুখোমুখি হয়েছে।
Advertisement
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করনে ঢাকা বিশ্বিবিদ্যিালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফসের ড. নজরুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফসের ড. শাফিউল ইসলাম। সভায় সভাপতিত্ব করনে সিপিএএ-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. শরীফুল আলম।
আলোচনায় অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত বিচারক ইকতদোর আহমেদ, বুয়েটের প্রফেসর ড. সুলতানা রাজিয়া, সিঙ্গাপুর নানইয়াঙ টেকনোলজি ইউনিভারসিটি প্রফেসর ড. সাইদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যরিস্টার ফয়েজ আহমদে, ব্র্যাক ইনস্ট্রটিডিট অব গভরনেন্সের ড. মির্জা হাসান, সাংবাদিক সোহরাব হাসান, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর শাহ বুলবুল ইসলাম, ইউকে ওপেন ইউনিভারসিটির ড. নাবিলা ইদ্রিস, সাংবাদিক আসজাদুল কিবরিয়া, ইসলামী চিন্তবিদ ড. মীর মানজুর, মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফসের ড. মো. আতিয়ার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলী আহসান জুনায়েদ প্রমুখ।
আইএইচআর/এমআইএইচএস/জেআইএম
Advertisement