দেশজুড়ে

পোশাক খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে আটক ৫

ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী। এদের অধিকাংশ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্য।

Advertisement

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে পুলিশ আটকদের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন, ধামরাইয়ের লাবু খানের ছেলে হাবিব খান (৩১), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত দুর্জন মোল্লার ছেলে আলকাছ মোল্লা (৩৬), একই এলাকার মৃত মহিবুর রহমান ওরফে মহিউদ্দিনের ছেলে আজাহারুল ইসলাম (৪২), টঙ্গাবাড়ী এলাকার জাহিদুল ইসলামের ছেলে মজিদুল ইসলাম (২৮) ও পবনারটেক এলাকার মৃত সোনা মিয়া তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, গার্মেন্টস শিল্প ধ্বংস করার লক্ষ্যে একটি চক্র বিভিন্ন ভাবে শ্রমিকদের উসকানি দেয়। তারা আন্দোলনরত শ্রমিকদের দিয়ে বিভিন্ন গার্মেন্টস ভাঙচুর করে ক্ষতি সাধন করে।

Advertisement

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জেআইএম