দেশজুড়ে

হতাহতদের পরিবারকে সহায়তাসহ পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হচ্ছে

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও পুনর্বাসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারি তহবিল থেকে সেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজীর উত্তর আনন্দপুরের শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা আহতদের কাছে দ্রুত আর্থিক সহায়তা তুলে দিচ্ছি। পর্যায়ক্রমে দীর্ঘ মেয়াদে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সর্বোপরি জুলাই আন্দোলনের সবগুলো বিষয় ডকুমেন্টেশন করা হচ্ছে।

এসময় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, শ্রাবণের বাবা নেসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম