স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না। যারা চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে।
Advertisement
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাঙ্গামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এ কথা বলেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ঘটনায় উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কোনো অবস্থায় পরিস্থিতি অবনতি করা যাবে না।
সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ, জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস