জাতীয়

সিএমএইচে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১১০৯ শিক্ষার্থী

সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক হাজার ১০৯ জন শিক্ষার্থী।

Advertisement

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে।

আরও পড়ুন ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধের ৪৮ দিন পর মারা গেলেন নয়ন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল কারণ ছিল ঘুস-দুর্নীতি 

শনিবার (১৯ সেপ্টেম্বর) পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্য ১০টি সিএমএইচে মোট এক হাজার ৮০৯ জন আহত শিক্ষার্থী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৭০০ জন আহত শিক্ষার্থী সিএমএইচে চিকিৎসাধীন। অবশিষ্ট এক হাজার ১০৯ জন শিক্ষার্থী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর।

Advertisement

টিটি/কেএসআর/জিকেএস