জাতীয়

ঢাকায় স্বস্তির বৃষ্টি

গত কয়েকদিন ভ্যাপসা গরমে নাকাল ছিল জনজীবন। ছিল তাপপ্রবাহের ভোগান্তি। অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে।

Advertisement

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে রোদ থাকলেও বেলার ১০টার পর আকাশে মেঘ জমতে থাকে। দমকা বাতাসও শুরু হয়। এরপর কিছুটা অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টিতে তাপমাত্রাও কিছুটা কমেছে। এতে স্বস্তি মিলেছে জনজীবনে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় টিপ টিপ বৃষ্টি ঝরছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, 'আজ দেশের উপকূলে বৃষ্টি হতে পারে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। আগামী ২ দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে দেশে বৃষ্টি বাড়তে পারে।'

Advertisement

আরও পড়ুন দেশের ৬ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

শনিবার দেশের ৬টি অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরএএস/এসআইটি/জিকেএস

Advertisement