খেলাধুলা

ক্যাচ মিসের মহড়া বাংলাদেশের, ৪৩২ রানের লিড নিয়ে বিরতিতে ভারত

ফিফটি করার পর আরও আগ্রাসী ব্যাটিং করলেন রিশাভ পান্ত ও শুবমান গিল। তাদের মারকুটে মনোভাবের কারণে কোথায় বল ছুড়বেন, সেই জায়গাই খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশের বোলাররা। প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি নিচ্ছেন দুই ভারতীয় ব্যাটার। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ভারতের লিড দাঁড়িয়েছে ৪৩২ রানে।

Advertisement

আজ শনিবার চেন্নাই টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ভারতের সংগ্রহ ২৮ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ১২৪ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের মোট রান ৩ উইকেটে ২০৫। অন্যদিকে এই সেশনে বাজে বোলিংয়ের সঙ্গে ক্যাচ মিসের মহড়া দেয় বাংলাদেশ।

চতুর্থ উইকেটে পান্ত-গিলের জুটি ১৩৮ রানের অপরাজিত জুটিতে বিরতিতে যায় ভারত। গতকাল শুক্রবার এই জুটিতেই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা।

শনিবার ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। মারকুটে ব্যাটিংয়ে সঙ্গে কিছু ভুল শটও খেলেছিলেন আগের দিনে অপরাজিত ব্যাটার গিল-পান্ত। তাদের সেই ভুল ক্যাচ মিসের মাধ্যমে ক্ষমা করে বাংলাদেশ।

Advertisement

৩৫তম ওভারে তাসকিন আহমেদের বলে কভার পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলেছিলেন গিল। কিন্তু বলটি তালুবন্দি করতে পারেননি তাইজুল ইসলাম। সামনের দিকে একটি ঝাপিয়ে পড়লেই হয়তো বলটি হাতের তালুতে জমাতে পারতেন তিনি। ক্যাচ মিসে তাসকিনের চেহারায় ভেসে উঠে আক্ষেপের ছাপ।

৪৯তম ওভারে সাকিব আল হাসানের বলে মিড-উইকেট দিয়ে উড়িয়ে মারেন পান্ত। বল আকাশে ভাসতে থাকে। সেখানে ফিল্ডার নাজমুল হোসেন শান্ততে দেখে খুশি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। কিন্তু সহজ ক্যাচটি ফেলে ভক্তদের চরম হতাশ করলেন শান্ত।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা করেনি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন নিজেরাই।

এমএইচ/এমএস

Advertisement