দেশজুড়ে

মির্জাপুরে আন্দোলনে নিহত-আহতদের পরিবারকে আর্থিক সহায়তা

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত গোপালপুরের কলেজছাত্র ইমনের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গোড়াই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

Advertisement

এছাড়া একই সময় পুলিশের ছররা গুলিতে অন্ধ হওয়া গোড়াই লালবাড়ির হিমেল ও আহত সুজনের পরিবারকেও ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

শুক্রবার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম তার গোড়াই খামারপাড়ায় নিজ বাড়ি থেকে হতাহত তিন পরিবারের সদস্যদের হাতে এই অর্থ সহায়তা দেন।

এ সময় উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা ইকবাল হোসাইন, গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, গোড়াই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরফান ভূঁইয়া, উপদেষ্টা ফালু খান, শ্রমিক দল নেতা রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এস এম এরশাদ/জেডএইচ/এমএস