দেশজুড়ে

নেত্রকোনায় লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ আহত ১৫

নেত্রকোনা জেলা শহরে যাত্রীবোঝাই লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের রাজুরবাজার এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা হয়।

আহতরা হলেন, অটোরিকশাচালক সদর উপজেলার সিংহের বাংলা এলাকার মঞ্জু মিয়ার ছেলে ইমন মিয়া, বারহাট্রা উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুস সালাম, একই উপজেলার রায়পুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা আক্তার, ফকিরের বাজার এলাকার জালাল উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন, তিলসিন্দুর গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে আছাব উদ্দিন ও জালাল উদ্দিনের ছেলে ফোরকান উদ্দিন। বাকিদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

Advertisement

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু অন্তর্বর্তী সরকার মব জাস্টিস সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সদর উপজেলার বাংলা এলাকা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড যাচ্ছিল। অপরদিকে নেত্রকোনা শহর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি ফকিরের বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে লেগুনা ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নারী, ৫ জন শিশু ৫ জন পুরুষ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান।

নেত্রকোনা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ বলেন, আহত ১৫ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এইচ এম কামাল/কেএসআর/এমএস

Advertisement